• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাক্ষিক ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার যাত্রা শুরু

পাক্ষিক ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার যাত্রা শুরু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

যাত্রা শুরু করলো পাক্ষিক ‘ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া’। রবিবার (১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে পত্রিকার কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল।

সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্ব ও ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী সম্পাদক মো. মুরাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবদুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন আবদুস সাত্তার ডিগ্রি কলেজের উপাধাক্ষ্য ইকবাল হোসেন মৃধা, সহকারী অধ্যাপক রেহান উদ্দিন, এলাই মিয়া, হুমায়ুন কবির, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহমেদ, এক্সিম ব্যাংকের অরুয়াইল শাখার ব্যবস্থাপক ইমাম মেহেদী হোসেন, জনতা ব্যাংকের অরুয়াইল শাখার ব্যবস্থাপক মোশারফ হোসেন, পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসাইন জিহাদ, আলোর সারথি পত্রিকার উপদেষ্টা আসিফ ইকবাল খোকন প্রমুখ।

বক্তব্য রাখেন ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনসুর আলী। এসময় বক্তারা বলেন, ‘সাংবাদিক সমাজ জাতিকে সঠিক পথ দেখায়। ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া পত্রিকা গণমানুষের কাছে সঠিক ও সত্য তথ্য পৌছে দেবে।’

০২ জানুয়ারি ২০২৩, ০৮:৩৮এএম, ঢাকা-বাংলাদেশ।