• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরাইল সরিষা চাষে বাম্পার ফলনের আশা

সরাইল সরিষা চাষে  বাম্পার ফলনের আশা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আবহাওয়ার অনুকূলে থাকায় এবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন স্থানে সরিষার ফলন ভালো হয়েছে। ফলে কৃষকের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। এরই মধ্যে সরিষা মাড়াইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কিষান-কিষানিরা।

উপজেলার জয়ধরকান্দি, কদরকান্দি, তেলিকান্দ কালিকচ্ছ, আরুইয়াল, পাকশিমুল সহ আরো বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠে মাঠে রয়েছে সরিষার সুন্দর আবাদ, যার ফলে কৃষকদের মুখে ফুটেছে হাসি।

বাগি এলাকার কৃষক উজ্জল মজুমদার সরকার বলেন, এবার আবহাওয়া ভালো থাকায় বৃষ্টিপাত কম হয়েছে। যে কারণে সরিষার ফলন ভালো হয়ছে। আশা করছি ভালো দাম পাবো।

জয়ধরকান্দি করিমপুরে কৃষক মো.আব্দুল হামিদ মিয়া বলেন,আল্লাহ এবার আমাদের অনেক সুন্দর ফলন দিছেন। তাই আমরা সবাই অনেক খুশি।

সরাইল উপজেলা উপসহকারী কৃষি অফিসার সুভাষ চন্দ্র দাস জানান, অনুকুল আবহাওয়া, সময়োপযোগী ও কৃষি বিভাগের পরামর্শে সরিষা চাষে সুফল মিলেছে। আমরা সবসময় চেষ্টা করছি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা দিতে, যাতে তারা সঠিক ভাবে কাজ করতে পারে।

২৮ ডিসেম্বর ২০২২, ০৬:২৩পিএম, ঢাকা-বাংলাদেশ।