• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ডিআরইউ নির্বাচন

সাংবাদিকদের ঝুঁকিমুক্ত কাজের পরিবেশ দিতে কাজ করবেন শিমুল

সাংবাদিকদের ঝুঁকিমুক্ত কাজের পরিবেশ দিতে কাজ করবেন শিমুল

নিজস্ব প্রতিবেদক

জমে উঠেছে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) নির্বাচন। প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কর্মব্যস্ততার মাঝেও ভোটার কাছে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন ডিআরইউ সদস্যরা। আগামী ৩০ নভেম্বর ডিআরইউ সাধারণ নির্বাচন। এবারের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লড়ছেন মেসবাহ উল্লাহ শিমুল।

নির্বাচন সামনে রেখে ভোটারদের কাছে ভোট চেয়েছেন আমাদের সময় পত্রিকার সাবেক এই রিপোর্টার। রেডিও টুডে ও সারাবাংলা সংবাদমাধ্যমে কাজ করেছেন মেসবাহ উল্লাহ শিমুল। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক নবযুগ পত্রিকার ঢাকা অফিসের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে সোমবার (২১ নভেম্বর)  আমরাই বাংলাদেশকে মেসবাহ উল্লাহ শিমুল বলেন- ‘গতানুগতিক ধারার বাইরে এসে মানুষের মাঝে বস্তুনিষ্ঠ ও প্রকৃত সংবাদ পৌছে দেয়ার জন্য কাজ করে যাবো। সঙ্গে সঙ্গে জনমত গঠনের লক্ষ্যে বিশেষ ভাবে কাজ করার পরিকল্পনা আছে, যেন সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সুষ্ঠু পরিবেশ পায়।’

কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন- ‘সত্য সংবাদ পরিবেশনে অনেক সংবাদকর্মীর ঝুঁকি থাকে, পিছুটান বা অজানা কারণ থাকে, এসব কিছুকে পাশ কাটিয়ে একটি ঝুঁকিমুক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করব। আমি মনেকরি, নিরাপত্তা ও ঝুঁকিমুক্ত পরিবেশের জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।’

সাংবাদিকদের স্বার্থ রক্ষায় নিজের অবস্থান জানিয়ে মেসবাহ উল্লাহ শিমুল বলেন- ‘সাংবাদিকদের স্বার্থ রক্ষায় যেকোনো পদক্ষেপে ব্যক্তিগত অংশগ্রহণের চেয়ে সাংগঠনিকভাবে সোচ্চার হওয়া বেশি জরুরি। কাজেই, ডিআরইউ নির্বাচনে জয়ী হতে পারলে সামনের দিনগুলোতে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট পদক্ষেপের পক্ষে সাংগঠনিকভাবে আমার জোরালো অবস্থান থাকবে।’

তিনি আরও বলেন- ‘ডিআরইউ এর মান মর্যাদা ও অর্জন সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষের কাছে পৌছে দিতে বিশেষ প্রকাশনার পরিকল্পনা আমার রয়েছে। সাংবাদিক ভাই-বোনেরা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি তাদের ভোটের মর্যাদা দেয়ার চেষ্টা করব।’

ভোটারদের উদ্দেশ্যে তিনি মেসবাহ উল্লাহ শিমুল বলেন- ‘প্রতিবছরই আমাদের সাংবাদিক সহকর্মীরা নির্বাচনে অংশ নেন। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কর্মক্ষেত্রে আমরা সকলেই সকলের জন্য আন্তরিক। এখানে কোনো প্রার্থীর প্রতি বিদ্বেষের সুযোগ নেই। আমি ভোটারদের বলতে চাই, আপনারা যোগ্য, কর্মঠ, মননশীল, সৃজনশীল ও নিবেদিত প্রার্থীদের ভোট দিন। আমার ভেতরে কোনো ভালো গুণাগুণ থাকলে আমাকে ভোট দিবেন, যদি আমার থেকে ভালো প্রার্থী থাকে, তাহলে তাকেও আপনারা নির্বাচিত করতে পারেন। আমি চাইব, দিনশেষে ডিআরইউতে যোগ্যরা স্থান পাক।’

২১ নভেম্বর ২০২২, ০৬:২৪পিএম, ঢাকা-বাংলাদেশ।