• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক নজরে পদ্মা সেতু

এক নজরে পদ্মা সেতু

নিজস্ব প্রতিবেদক

খরস্রোতা পদ্মার বুকে দৃশ্যমান ‘পদ্মা সেতু’। এটিই এখন দেশের দীর্ঘতম সেতু। মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে সংযুক্ত করে এই সেতু। এই সেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।

বহুল আকাঙ্খিত পদ্মা সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। তবে মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। পদ্মা সেতু ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় বলে দাবি করা হয়েছে।

পদ্মা সেতু সম্পর্কে কিছু তথ্য:

খরচ- ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা,
মূল সেতুর দৈর্ঘ্য- ৬.১৫ কিলোমিটার,
সেতুর অ্যাপ্রোচ সড়ক- ১২.১১৭ কিলোমিটার,
ভায়াডাক্ট- ৩.১৪৮ কিলোমিটার (সড়ক) এবং ৫৩২ মিটার (রেল),
জমি অধিগ্রহণ- ১ হাজার ৪৭১ হেক্টর,
নদী শাসন- মাওয়া প্রান্তে ১.৬ কিলোমিটার ও জাজিরা প্রান্তে ১২.৪ কিলোমিটার,
পাইল- ২৭২টি,
পাইলে ব্যবহৃত রিবার- ৪০ মিলিমিটার,
রিবার সংখ্যা- ১৩২টি,
স্প্যান- ৪১টি (প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার),
পিলার- ৪২টি,
ডেকের উচ্চতা- ১৩.৬ মিটার,
নেভিগেশন ক্লিয়ারেন্স- ১৮.৩০ মিটার,
মাওয়া প্রান্তে স্প্যান- ৩৯টি,
জাজিরা প্রান্তে স্প্যান- ৪২টি।

পদ্মা সেতুর টোল

পদ্মা সেতুতে চলাচল করতে যে পরিমাণ টোল দিতে হবে, তা নিম্নে উল্লেখ করা হল-

মোটরসাইকেল প্রতি- ১০০ টাকা,
কার বা জিপ- ৭৫০ টাকা,
পিকআপ ভ্যান- ১,২০০ টাকা,
মাইক্রোবাস- ১,৩০০ টাকা,
ছোট বাস- (৩১ আসন বা এর কম) ১,৪০০ টাকা,
মাঝারি বাস- (৩২ আসন বা এর বেশি) ২,০০০ টাকা,
বড় বাস- (৩ এক্সেল) ২,৪০০ টাকা,
ছোট ট্রাক- (৫ টন পর্যন্ত) ১,৬০০ টাকা,
মাঝারি ট্রাক- (৫ টনের বেশি থেকে ৮ টন) ২,১০০ টাকা,
মাঝারি ট্রাক- (৮ টনের বেশি থেকে ১১ টন পর্যন্ত) ২,৮০০ টাকা,
ট্রাক- (৩ এক্সেল পর্যন্ত) ৫,৫০০ টাকা,
ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত)- ৬,০০০ টাকা এবং
ট্রেইলার (৪ এক্সেলের বেশি) ৬ হাজারের সঙ্গে প্রতি এক্সেলে ১ হাজার ৫০০ টাকা যোগ করে টোল দিতে হবে।

২৫ জুন ২০২২, ০১:৩৮পিএম, ঢাকা-বাংলাদেশ।