• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীনের কাছে সামরিক সহায়তা চাইছে রাশিয়া, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

চীনের কাছে সামরিক সহায়তা চাইছে রাশিয়া, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

প্রতিকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে যুদ্ধ সামলাতে হিমশিম খাচ্ছে রাশিয়া। এ কারণেই হয়তো চীনের কাছে সামরিক সহায়তা চাইছে ভ্লাদিমির পুতিন। এ বিষয়টি আলোচনায় আসার পরই কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলছেন, চীনের কাছে সহায়তা চাইছে রাশিয়া। তারা যুদ্ধ সরঞ্জাম চাইছে। যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের এমন কর্মকাণ্ড মেনে নেবে না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকেই রাশিয়া চীনের কাছে সরঞ্জাম চেয়ে অনুরোধ করে আসছে। যদিও রাশিয়ার অনুরোধের বিষয়ে চীন কি ব্যবস্থা নিয়েছে তা নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র।

এদিকে সোমবার (১৪ মার্চ) মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রোমে চীনা পররাষ্ট্র নীতির শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বসার আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সতর্কবার্তা আসায় নতুন করে সংকটের আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি বলছে, ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকেই বেইজিং দীর্ঘদিনের মিত্র মস্কোর প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছে। কিন্তু প্রকাশ্যে কোনো সামরিক বা অর্থনৈতিক সহায়তা দিয়েছে এমন তথ্য জানা যায়নি।

১৪ মার্চ ২০২২, ০৬:১১পিএম, ঢাকা-বাংলাদেশ।