• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ বিমান হামলা, নিহত ৯

ইউক্রেনে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ বিমান হামলা, নিহত ৯

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের পশ্চিম সীমান্তের লিভভ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষী ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ৮টি ক্ষেপণাস্ত্রও ছুঁড়ে হামলা চালায় রুশ বাহিনী। হামলায় ৯ জন নিহত হয়েছেন।

রবিবার (১৩ মার্চ) সকালে এই হামলা চালানো হয়। লিভভের আঞ্চলিক সরকারের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি লিভভ শহরের ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমের জেলা ইয়াভোরিভে অবস্থিত। রুশ হামলায় সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে লিভভের আকাশ।

লিভভে থাকা সিএনএনের কর্মীরা জানিয়েছে, ভোর ৬টার দিকে বহু বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার রাশিয়ান সেনারা পশ্চিমের শহরের একটি বিমানবন্দরে হামলা চালায়।

১৩ মার্চ ২০২২, ০৩:৩২পিএম, ঢাকা-বাংলাদেশ।