• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে গেলেই ‘অপরাধী’ হবেন মার্কিন নাগরিকরা : যুক্তরাষ্ট্র

ইউক্রেনে গেলেই ‘অপরাধী’ হবেন মার্কিন নাগরিকরা : যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধাবস্থার জেরে নিজ দেশের সবধরণের নাগরিকদের ইউক্রেনে না যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি স্বেচ্ছাসেবী হিসেবেও ইউক্রেনে না যেতে নাগরিকদের সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়। সতর্কতার পরও যদি কোনো মার্কিন নাগরিক ইউক্রেনে যায়, তাহলে তাকে অপরাধী হিসেবে ঘোষণা করার হুমকিও দেয়া হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে নেড প্রাইস বলেন, ‘আমরা নাগরিকদের ইউক্রেনে না যাওয়ার আহ্বান জানাচ্ছি, বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী যোদ্ধা হিসেবে সেখানে যেতে চান, তাদেরকে।’

রয়টার্স বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ‘যদি সরকারের এই নির্দেশ উপেক্ষা করে কোনো নাগরিক সেখানে যাওয়ার উদ্যোগ নেন, সেক্ষেত্রে তাকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে এবং যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

১২ মার্চ ২০২২, ০৫:১৯পিএম, ঢাকা-বাংলাদেশ।