• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ইউক্রেনকে আত্মসমর্পনের পরামর্শ দিচ্ছে ইসরাইল’

‘ইউক্রেনকে আত্মসমর্পনের পরামর্শ  দিচ্ছে ইসরাইল’

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

পুতিনকে সন্তুষ্ট করতে ইউক্রেনকে রুশ বাহিনীর হাতে আত্মসমর্পণের প্রস্তাব দিচ্ছে ইসরাইল। এমন অভিযোগ করেছেন ইউক্রেন সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা। তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দাবি মোতাবেক তাকে খুশি করতে ইউক্রেনকে আত্মসমর্পণের পরামর্শ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

মিডলইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, নাফতালি বেনেট আসলে মধ্যস্ততার আড়ালে নিজেদের ফায়দা তুলে নিতে চাইছে। রাশিয়াকে ইউক্রেনে সুবিধা দিয়ে সিরিয়ায় নিজের কাজ হাসিল করতে চায় ইসরাইল। এ জন্য ইসরাইল মধ্যস্থতার কথা বলে পুতিনের দাবি ইউক্রেনে পাঠাচ্ছে।

ইউক্রেন সরকারের একাধিক সূত্রের বরাতে মিডল ইস্ট আই আরও বলছে, রাশিয়ার পরামর্শে ইউক্রেনের ক্ষতি করতে চায় ইসরাইল। আর এটা বুঝতে পেরেই ইসরাইলের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে দেশটির কাছে আহ্বান জানিয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে সাড়া পাননি জেলেনস্কি।

তবে নেসেটে নয়, বরং জুম কলে অল্প কয়েকজন ইসরাইলি আইনপ্রণেতার সঙ্গে বৈঠকের অনুমতি দেওয়া হয়েছিল। তবে ইউক্রেন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করায় অবশেষে নানা নাটকীয়তার পর জেলেনস্কিকে নেসেটে বক্তব্য দেওয়ার অনুমতি দিয়েছে ইসরাইল।

১২ মার্চ ২০২২, ০৩:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।