• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিয়েভের উপকণ্ঠে রুশ সেনাবহর, দখল হতে পরে রাতেই

কিয়েভের উপকণ্ঠে রুশ সেনাবহর, দখল হতে পরে রাতেই

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখী রাশিয়ার সামরিক বহর ক্রমশ অগ্রসর হচ্ছে। শুক্রবার রাতের মধ্যেই সেনা বহরটি কিয়েভে ঢুকে পড়তে পারে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। শুক্রবার (১১ মার্চ) সেনাবহরটি কিয়েভ থেকে মাত্র ৯ দশমিক ৩ মাইল বা ১৫ কিলোমিটার দূরে রয়েছে।

মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওই কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বলছে, কিয়েভের উত্তর-পূর্ব দিক থেকে আরেকটি রুশ সেনাবহর ইউক্রেনের রাজধানীর দিকে এগিয়ে আসছে এবং সেটি বর্তমানে কিয়েভের কেন্দ্রস্থল থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দূরে রয়েছে।

স্যাটেলাইট থেকে পাঠানো ছবিতেও কিয়েভের কাছে একটি রুশ সেনাবহর দেখা গেছে। সেখানে কিয়েভের আশেপাশের অঞ্চলে রুশ বাহিনীকে পুনরায় মোতায়েন হতে দেখা গেছে। এটি ইউক্রেনের রাজধানীর দিকে রুশ বাহিনীর নতুন করে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইউক্রেনে চলমান সামরিক অভিযানে যারা রুশ সেনাদের হামলা করবে, তাদেরকে নির্বিচারে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলে সতর্কবার্তা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ‘ক্রেমলিন’।

১১ মার্চ ২০২২, ০৪:৪২পিএম, ঢাকা-বাংলাদেশ।