• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধের মাঝেই বিদেশিদের নাগরিকত্ব দেবে ইউক্রেন!

যুদ্ধের মাঝেই বিদেশিদের নাগরিকত্ব দেবে ইউক্রেন!

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

বিদেশি নাগরিকদের রাশিয়ার বিপক্ষে যুদ্ধে নামাতে অভিনব কৌশল নিয়েছে ইউক্রেন। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন ঘোষণা দিয়েছে, যেসব বিদেশি নাগরিক ইউক্রেনের জন্য যুদ্ধ করবে, তাদের দেশটির নাগরিকত্ব দেবে ইউক্রেন।

মঙ্গলবার (৮ মার্চ) ইউক্রেনের জাতীয় সংবাদমাধ্যম ইউক্রিনফর্মে তিনি এসব কথা বলেন।

ইয়েভেন ইয়েনিনের বরাত দিয়ে সিএনএন বলছে, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য লড়াই করতে চায় এমন বিদেশি স্বেচ্ছাসেবীদের নিয়ে আঞ্চলিক প্রতিরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন করছে ইউক্রেন।

ইয়েনিন বলেন, এই বিদেশিরা একটি চুক্তি স্বাক্ষর করবেন এবং সামরিক পাসপোর্ট পাবেন, যা পরে তাদের বসবাসের অনুমতিতে রূপান্তরিত হবে। ভবিষ্যতে এ বিদেশিদের মধ্যে যারা ইউক্রেনের নাগরিক হতে আগ্রহী হবেন, তাদের জন্য আমাদের আইন একটি পথ দেখাবে।

এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়তে ১৬ হাজার বিদেশি যোদ্ধার প্রথম দলটি ইউক্রেনের পথে রওনা দিয়েছে। তবে সিএনএন স্বতন্ত্রভাবে এই সংখ্যা যাচাই করতে পারেনি।

০৯ মার্চ ২০২২, ০৫:৪৬পিএম, ঢাকা-বাংলাদেশ।