• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন পরমাণু চুক্তিতে সই করতে অস্ট্রিয়ায় যাচ্ছেন ইরানের মন্ত্রী

নতুন পরমাণু চুক্তিতে সই করতে অস্ট্রিয়ায় যাচ্ছেন ইরানের মন্ত্রী

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনায় অচিরেই একটি চুক্তি হতে চলেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ চুক্তি সাক্ষরিত হতে পারে। এসব তথ্য জানিয়েছেন ব্রিটিশ প্রতিনিধিদলের প্রধান স্টেফানি আল কাক।

শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে আল কাক লিখেছেন, ভিয়েনায় চুক্তির পক্ষ হিসেবে ইরানের মন্ত্রী অস্ট্রিয়া যাচ্ছেন।

এ ছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলকে বলেছেন, তিনি শিগগিরই ভিয়েনায় আসছেন, নতুন একটি সমোঝতা স্বারকে সই করতে।

এর আগে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে দেশটির ওপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ২০২১ সালের গোড়ার দিকে ভিয়েনা সংলাপ শুরু হয়।

বর্তমানে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের এই সংলাপের অষ্টম দফা আলোচনা চলছে। এই আলোচনায় ব্রিটিশ প্রতিনিধি দলের প্রধান আল-কাক নিজের টুইটার পেজে ফার্সি ভাষায় প্রকাশিত এক পোস্টে লিখেছেন, আমরা একটি চুক্তির অনেক কাছাকাছি রয়েছি।

০৫ মার্চ ২০২২, ০৫:৩৫পিএম, ঢাকা-বাংলাদেশ।