• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ইউক্রেনীরা মারা গেলে দায় ন্যাটো’র’

‘ইউক্রেনীরা মারা গেলে দায় ন্যাটো’র’

আন্তর্জাতিক ডেস্ক

এখন থেকে রাশিয়ার হামলায় ইউক্রেনের নাগরিক মারা গেলে তার দায় ন্যাটোকে নিতে হবে। ইউক্রেনবাসীর অনাকাঙ্খিত মৃত্যুর সময় ন্যাটো নিজেদের গুটিয়ে নিয়েছে। যা হবার কথা ছিল না। এসব কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কি।

ইউক্রেনের ওপর বিমান চলাচলে নিষেধাজ্ঞা (নো-ফ্লাই জোন) জারির আবেদনে ন্যাটো সম্মতি না দেয়ায় জেলেনস্কি এমন তিক্ত বক্তব্য দিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া যাতে ইউক্রেনে বিমান হামলা চালাতে না পারে সেজন্য ইউক্রেনের আকাশকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউক্রেনের এই দাবি মেনে নেয়নি। যে কারণে ন্যাটোর ওপর ক্ষুব্ধ জেলনস্কি।

এক প্রতিক্রিয়ায় শুক্রবার জেলনস্কি বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের আকাশ ব্যবহার করে হামলা চালায়, সেই হামলায় যদি ইউক্রেনীয়রা মারা যায়, তার দায় ন্যাটোকেই নিতে হবে।

০৫ মার্চ ২০২২, ০২:৪৩পিএম, ঢাকা-বাংলাদেশ।