• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভয়ঙ্কর বিস্ফোরণ : কিয়েভের কাছাকাছি রুশ সাঁজোয়া বহর

ভয়ঙ্কর বিস্ফোরণ : কিয়েভের কাছাকাছি রুশ সাঁজোয়া বহর

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বিবিসি, রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। বুধবার (২ মার্চ) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতে কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কিয়েভের আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে হামলায় কিয়েভে কী ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিয়েভের বড় রেলস্টেশনের কাছে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটে। রাশিয়ার সেনাদের গোলাবর্ষণের পর শত শত মানুষ রেলস্টেশনে জড়ো হন। এর পরই রেলস্টেশনে বিস্ফোরণ ঘটে। এসময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি বলছে, রাশিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রেলস্টেশনের কাছে আঁছড়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে কিয়েভে বিস্ফোরণের পরপরই রাশিয়ার সাঁজোয়া যানের বহর আটকে যায়। ৪০ মাইল দীর্ঘ রুশ সেনাদের বহরটি কিয়েভের অদূরে থমকে গেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। যদিও যুক্তরাষ্ট্রের এ দাবি নিশ্চিত হওয়া যায়নি।

০৩ মার্চ ২০২২, ০৩:১২পিএম, ঢাকা-বাংলাদেশ।