• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুতিনের পরিবার আশ্রয় নিয়েছে যেখানে...

পুতিনের পরিবার আশ্রয় নিয়েছে যেখানে...

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে সামরিক হামলা শুরু আগেই নিজের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদের এমন একটি জায়গায় রাখা হয়েছে যেখানে পরমাণু অস্ত্রের প্রভাবও পৌছতে পারবে না।

এমন খবর বেরিয়েছে স্বয়ং রাশিয়ার একজন অধ্যাপকের মুখ থেকে। ভ্যালেরি সালোভে নামের ওই অধ্যাপক এক ভিডিওবার্তায় জানিয়েছেন, ‘যুদ্ধ ঘোষণার আগেই নিজের পরিবারকে সাইবেরিয়ার ‘ভূগর্ভস্থ শহর’-এর ‘বিলাসবহুল’ গোপন বাঙ্কারে সরিয়ে ফেলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সাইবেরিয়ার আলতাই পর্বতমালার কাছে কোনো একটি গোপন জায়গায় উচ্চ প্রযুক্তিসম্পন্ন বাঙ্কারে রাখা হয়েছে পুতিনের পরিবারকে।

রাশিয়ার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ভ্যালেরি সালোভে আরও জানিয়েছেন, বিলাসবহুল ওই বাঙ্কার পরমাণু হামলা থেকেও সুরক্ষিত। এই বাঙ্কারে রাশিয়ার ভবিষ্যৎ সরকারি গুপ্তচর ও শীর্ষ কূটনীতিকরা প্রশিক্ষণ নিতে আসেন বলে জানান সালোভি।

০২ মার্চ ২০২২, ০৫:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।