• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খারসন রাশিয়ার দখলে, খারকিভে সামরিক স্থাপনায় রকেট হামলা

খারসন রাশিয়ার দখলে, খারকিভে সামরিক স্থাপনায় রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের অন্যতম শহর খারসন দখলে নিয়েছে রাশিয়া। রুশ হামলায় শহরটির বিভিন্ন সরকারি অফিস অচল হয়ে পড়েছে। এ ছাড়া দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ শহর খারকিভে পুলিশ দপ্তর ও সামরিক হাসপাতালে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় ঘোষণা করেছে, তাদের সৈন্যরা ইউক্রেনের দক্ষিনাঞ্চলীয় শহর খারসন দখল নিয়ে পূর্ণ কর্তৃত্ব স্থাপন করেছে। খারসন ইউক্রেনের অন্যতম বৃহত্তম শহর।

বিবিসি বলছে, খারসন শহরের রাস্তায় রাশিয়ার সৈন্যরা ঘোরাফেরা করছে। তারা পুরো শহরে টহল দিচ্ছে। খারসন শহরের মেয়র জানিয়েছেন, শহরের প্রধান ট্রেন স্টেশন এবং বন্দর দখল করে নিয়েছে রুশ বাহিনী।

এদিকে ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর খারকিভের পুলিশ বিভাগের একটি ভবনে রকেট হামলা করেছে রাশিয়া। সামরিক হাসপাতালেও চালানো হয়েছে রকেট হামলা। পৃথক এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

০২ মার্চ ২০২২, ০৩:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।