• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিনা ভিসায় ইউক্রেন যাওয়ার সুযোগ, তবে...

বিনা ভিসায় ইউক্রেন যাওয়ার সুযোগ, তবে...

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন-রাশিয়ার তুমুল লড়াই চলছে। এমন পরিস্থিতিতে সবাই ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। সাধারণ ইউক্রেনীয়রাও নিজ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি চাইলে এই মুহুর্তে বিনা ভিসাই ইউক্রেনে যেতে পারেন।

স্বয়ং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এমন ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, যারা ইউক্রেনের পক্ষে অস্ত্র ধরতে চান, তাদের বিনা ভিসায় ইউক্রেনে স্বাগত জানানো হবে। মঙ্গলবার (১ মার্চ) থেকে এই সুযোগ চালু করতে যাচ্ছে ইউক্রেন।

এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক টিভি ভাষণে এ ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, শান্তিকামী ইউক্রেনিয়ানদের হত্যার জন্য বিশ্বের কেউ রাশিয়াকে ক্ষমা করবে না। ক্ষতিকর - মিসাইল নিক্ষেপ, বোমাবাজি অতিসত্বর বন্ধ করা উচিত।

০১ মার্চ ২০২২, ০৭:৫০পিএম, ঢাকা-বাংলাদেশ।