• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে রুশ বাহিনীর ভ্যাকুয়াম বোমা!

ইউক্রেনে রুশ বাহিনীর ভ্যাকুয়াম বোমা!

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

রুশ হামলায় ক্রমেই বিপর্যস্থ হয়ে পড়ছে ইউক্রেন। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি বড় শহর দখলে নিয়েছে রাশিয়ার সেনারা। তবে রুশ হামলা নিয়ে নতুন করে তথ্য ছড়িয়েছে ‘ভয়ঙ্কর বোমা’ ব্যবহারের। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়া নিষিদ্ধঘোষিত ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের দূত ওকসানা মারকারোভা সরাসরি এমন দাবি করেছেন।

মারকারোভার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার (২৮ ফেব্রুয়ারি) কংগ্রেসে মার্কিন আইনপ্রণেতাদের কাছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মারকারোভার অভিযোগ করেন, রাশিয়া আজ (সোমবার) ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে। অথচ তা জেনেভা কনভেনশন অনুযায়ী নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের দূতের এই গুরুতর অভিযোগের সত্যতা নিশ্চিত করা যায়নি উল্লেখ করেছে বিবিসি।

তবে গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনেও ভ্যাকুয়াম বোমার কথা বলা হয়। সেখানে বলা হয়, রাশিয়ার বেলগারেদ শহরের কাছে একটি ভ্যাকুয়াম রকেট লঞ্চার দেখা গেছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকুয়াম বোমার প্রচলিত বোমা থেকে একেবারেই ভিন্ন। এতে গোলাবারুদ ব্যবহার না করে ভিন্ন এক প্রযুক্তি ব্যবহার করা হয়। যা প্রকৃতি থেকে অক্সিজেন টেনে নিয়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটায়।

০১ মার্চ ২০২২, ০২:৫৮পিএম, ঢাকা-বাংলাদেশ।