• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউক্রেনের রাজধানী ঘিরে ফেলবে রাশিয়া

ইউক্রেনের রাজধানী ঘিরে ফেলবে রাশিয়া

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা চরমে। যেকোনো সময় শুরু হতে পারে যুদ্ধ। তবে যুদ্ধের আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে ফেলতে পারে রাশিয়া। আর সেটা সম্ভব হলে যুদ্ধ ছাড়াই ইউক্রেন পরাস্থ হবে রাশিয়ার হাতে। এমনই খবর দিয়েছে বিবিসি।

বিবিসি বলছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যেকোনো সময় কিয়েভ ঘিরে ফেলতে পারে রাশিয়া। আপাতত মস্কো সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছে।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বরিস আরও বলেন, যুদ্ধ পরিকল্পনার বাস্তবায়ন কিছুটা শুরু হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গোয়েন্দা সূত্রগুলো সেরকম খবরই দিচ্ছে। রাশিয়া এমনভাবে আক্রমণ শুরু করতে চাইছে, যেন ইউক্রেনের রাজধানী কিয়েভে ঘিরে ফেলা যায়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই হামলা হলে মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে। এসব বিষয় উভয়পক্ষকে বিবেচনায় রাখা উচিত।

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৬পিএম, ঢাকা-বাংলাদেশ।