• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত

রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত হয়েছেন। ৯৫ বছর বয়সী রানি করোনার মৃদু উপসর্গে ভুগছেন। রবিবার (২০ ফেব্রুয়ারি) বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

প্যালেস বলেছে, রবিবার কোভিড পরীক্ষায় রানি পজিটিভ হয়েছেন। মৃদু ঠান্ডার মতো উপসর্গ অনুভব করছেন তিনি। তবে তিনি আগামী সপ্তাহে উইন্ডসরে হালকা দায়িত্ব পালন করবেন।

বাকিংহাম প্যালেস সূত্রে বিবিসি আরও জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের উন্নত চিকিৎসা অব্যাহত রয়েছে। তিনি সব রকমের নিয়ম মেনে চলছেন।

এর আগে চলতি মাসের শুরুর দিকে দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস (৭৩)। প্যালেসের একটি সূত্র বলেছে, করোনায় আক্রান্ত হওয়ার কয়েক দিন আগে রানির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৭পিএম, ঢাকা-বাংলাদেশ।