বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত
ইসরায়েলের চালানো এক বিমান হামলায় বৈরুতের কেন্দ্রে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। লেবাননের কর্মকর্তাদের বরাতে বিবিসি এ তথ্য দিয়েছে।
বিবিসি বলছে, বহুতল যে ভবনটিতে বিমান হামলা হয়েছে, সেটি একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল। যেখানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ’র আসা-যাওয়া ছিল বলে বলা হচ্ছে।
আক্রমণের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা 'নির্ভুল' আঘাত হেনেছে।
বৈরুতের কেন্দ্রে, বিশেষ করে লেবাননের পার্লামেন্টের কাছাকাছি এলাকায় ইসরায়েলি হামলা এবারই প্রথম। যেখানে হামলা হয়েছে, সেই স্থানটি দেশটির পার্লামেন্ট থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত।