• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিতর্কিত সামরিক শাসক পারভেজ মুশাররফ আর নেই

পাকিস্তানের বিতর্কিত সামরিক শাসক পারভেজ মুশাররফ আর নেই

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘদিন অসুস্থ থাকার পর পাকিস্তানের সাবেক বিতর্কিত সামরিক শাসক এবং প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ মারা গেছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ খবর জানিয়েছে। খবর বিবিসি’র।

পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, জেনারেল মুশাররফের মৃত্যুতে তারা শোকাহত।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৭৯ বছর বয়সী জেনারেল মুশাররফ দীর্ঘ রোগাক্রান্ত থাকার পর দুবাইয়ের অ্যামেরিকান ন্যাশনাল হাসপাতালে মারা গেছেন। জেনারেল মুশাররফ অ্যামিলোডয়সিস নামক এক জটিল রোগে ভুগছিলেন। এ রোগে মানব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে যেতে থাকে।

প্রসঙ্গত, জেনারেল পারভেজ মুশাররফ ১৯৪৩ সালের ১১ আগস্ট ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের পর তার পরিবার পাকিস্তানে পাড় জমায়। ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল মুশাররফ। রাষ্ট্রদ্রোহ মামলায় ২০১৯ সালের ডিসেম্বরে পারভেজ মুশাররফকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের আদালত, যদিও পরে সেটি বাতিল হয়ে যায়।

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৮পিএম, ঢাকা-বাংলাদেশ।