• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪, আহত ৯৪

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪, আহত ৯৪

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। ভেঙে গেছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা’র বরাত দিয়ে আল জাজিরা জানায়, বুধবার রাতের ভূমিকম্পে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আগামী দুই-তিন দিন বড় আকারের কোনো ভূমিকম্পের বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৯৪ জন আহত হয়েছেন, তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বুধবার রাতে জাপানের ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

১৭ মার্চ ২০২২, ০৪:০৩পিএম, ঢাকা-বাংলাদেশ।