• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে বেসামরিক আশ্রয়কেন্দ্রে রুশ হামলা

ইউক্রেনে বেসামরিক আশ্রয়কেন্দ্রে রুশ হামলা

প্রতিকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে বেসামরিক আশ্রয়কেন্দ্রে হামলার অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির মারিওপোল শহরের একটি থিয়েটারে হামলা চালিয়ে রুশ বাহিনী। ওই থিয়েটারে শত শত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন।

বিবিসি বলছে, বৃহস্পতিবার (১৭ মার্চ) এ হামলার দাবি করে ইউক্রেন। তবে এ হামলার অভিযোগ অস্বীকার করেছে রুশ বাহিনী।

মারিওপোল সিটি কাউন্সিল জানিয়েছে, বুধবার শহরের একটি থিয়েটারে বিমান হামলার ঘটনা ঘটে। রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে থিয়েটারটি বেসামরিক মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আশ্রয় কেন্দ্রে শত শত মানুষ অবস্থান করছিলেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর মারিওপোল শহরের ওই থিয়েটার ভবনে বহু মানুষ আটকা পড়েন। একইসঙ্গে রাশিয়াকে যুদ্ধাপরাধের জন্যও অভিযুক্ত করেছে তারা।

অন্যদিকে বেসামরিক আশ্রয়কেন্দ্রে হামলা করার কথা অস্বীকার করেছে রাশিয়া। রুশ বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মারিওপোল শহরের থিয়েটার ভবনটিতে হামলার কথা অস্বীকার করেছে এবং আজভ ব্যাটালিয়ন নামে ইউক্রেনের একটি অতি-ডানপন্থী মিলিশিয়া গ্রুপ ওই আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়ে তা রুশ বাহিনীর বিরুদ্ধে প্রচার করছে।

১৭ মার্চ ২০২২, ০২:৫২পিএম, ঢাকা-বাংলাদেশ।