• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে তিন দেশের প্রধানমন্ত্রী, বৈঠক শেষে যা জানালেন

ইউক্রেনে তিন দেশের প্রধানমন্ত্রী, বৈঠক শেষে যা জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সামরিক অভিযানের ২০তম দিনের মাথায় ইউক্রেন সফরে গেছেন ইউরোপের তিনটি দেশের প্রধানমন্ত্রী। রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা।

বিবিসি বলছে, বৈঠকে স্লোভেনিয়ান প্রধানমন্ত্রী জেনেজ জানসা ইউক্রেনের জনগণের উদ্দেশে বলেন, আপনারা একা নন। আপনাদের লড়াই আমাদের লড়াই এবং একসঙ্গে আমরা জয়ী হব।

চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, আপনি আপনার জীবন, আপনার স্বাধীনতার জন্য লড়াই করছেন। কিন্তু আমরা জানি, আপনি আমাদের জীবন এবং আমাদের স্বাধীনতার জন্যও লড়াই করছেন।

তিনি আরও বলেন, আমরা আপনাদের সাহসের প্রশংসা করি এবং আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে।

১৬ মার্চ ২০২২, ০২:৫২পিএম, ঢাকা-বাংলাদেশ।