• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪০তম বর্ষপূতি: সাঁথিয়া থিয়েটারের আয়োজনে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

৪০তম বর্ষপূতি: সাঁথিয়া থিয়েটারের আয়োজনে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

নিজস্ব প্রতিবেদক

৪০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে সাঁথিয়া থিয়েটার। পাবনার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক রতন দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাঁথিয়া থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত উৎসবে নাটক, সংগীত ও লোকনাট্য পরিবেশন করা হবে। আগামী ২৯ থেকে ৩১ নভেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে সাঁথিয়া উপজেলা চত্বর মুক্তমঞ্চ স্বাধীনতা সোপানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

২৯ নভেম্বর উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যকার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খাঁ প্রমুখ।

৩০ নভেম্বর সাংস্কৃতিক উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলা।

৩১ নভেম্বর উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের উপদেষ্টা সালাম সাকলাইন, সংগঠনটির নির্বাহী সদস্য ড. রশীদ হারুন, পাবনা শিল্পকলা একাডেমীর কর্মকর্তা মারুফা মঞ্জুরী, সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক ও সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা।

২৩ নভেম্বর ২০২২, ১২:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।