সালমান খানের নতুন রূপ, আলোড়ন নেট দুনিয়ায়!
ছবি- সংগৃহিত
নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ ফার্স্ট লুক শেয়ার করেছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। আর সাল্লু ভাইয়ের নতুন এই লুক এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
শনিবার (১৪ মে) সকালে সালমান খানের নতুন এই লুক প্রকাশ হয়। হাতে স্টিলের রড, চোখে কালো চশমা, মাথাভর্তি ঝাঁকড়া চুলের সালমান খানকে নতুন রূপে দেখা যায়। ছবিটি প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু হলো।’
এরপর থেকে ছবিতে লাইক-কমেন্ট দিয়ে নিজেদের ভালোলাগার কথা জানাচ্ছেন সালমানভক্তরা। ছবিটি প্রকাশের পর সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছার বন্যা, কেউ বললেন– ‘ভাইজান আমরাও উত্তেজিত’। কারও বক্তব্য, ‘পুরো আগুন, এবার ধামাকা হবে’। কেউ বললেন, ‘আপনি সেরা ভাইজান’।
কিছুদিন আগেই হালের সেনসেশন নায়িকা পূজা হেগড়ে জানিয়েছিলেন, সালমানের পরবর্তী সিনেমার সদস্য তিনিও। পরিচালনা করছেন ফারহাদ সমজি। ধারণা করা যাচ্ছে, শুরুতেই সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য শুট করছেন সালমান।