• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলেশা মার্টের গ্রাহকদের জন্য সুখবর

আলেশা মার্টের গ্রাহকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক

অবশেষে সুখবর পেলেন আলেশা মার্টের গ্রাহকরা। পেমেন্ট গেটওয়ে ‘এসএসএল কমার্স’-এ আটকে থাকা আলেশা মার্টের টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আলেশা মার্টের ৯ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেয়া হয়েছে।

এ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ৪৮৫ গ্রাহককে ১ হাজার ১৪৩টি লেনদেনের বিপরীতে ১০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ১৩৬ টাকা ফেরত দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু হয়। পর্যায়ক্রমে আলেশা মার্টের সব গ্রাহকের টাকা ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

টাকা ফেরত প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, একসময় মনে হয়েছে আমরা গ্রাহকের কোনো টাকা ফেরত দিতে পারবা না, কিন্তু আমরা বসে থাকিনি; চেষ্টা করে গেছি। তার সুফল পাচ্ছেন গ্রাহকরা।

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।