• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে গণযোগাযোগ অধিদপ্তরে কর্মশালা

ডেঙ্গু প্রতিরোধে গণযোগাযোগ অধিদপ্তরে কর্মশালা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামুল কবীর।

কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিসেফ বাংলাদেশের এসবিসি কনসালটেন্ট রাজওয়ান নবীন। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে গণযোগাযোগ অধিদপ্তরে বিভিন্ন কর্মসূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার।

কর্মশালাটি মঙ্গলবার রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে অনুষ্ঠিত হয়।

ককর্মশালা শেষে অধিদপ্তরের মহাপরিচালক ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এর আগে অধিদপ্তরের অধীন সারাদেশে ৬৮টি তথ্য অফিস থেকে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা, ক্যাম্পেইন ও সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়েছে। এসব কর্মকাণ্ড এখনো চলমান রয়েছে।

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯পিএম, ঢাকা-বাংলাদেশ।