• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইবিতে ‘নারীর প্রতি সহিংসতা’ শীর্ষক সেমিনার

ইবিতে ‘নারীর প্রতি সহিংসতা’ শীর্ষক সেমিনার

ইবি সংবাদদাতা

‘ঢাকা শহরে নারীর প্রতি সহিংসতা: একটি সামাজিক-আইনি গবেষণা’ শীর্ষক পিএইচডি সেমিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কনফারেন্স রুমে আইন বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের তত্ত্বাবধানে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচডি গবেষক ও বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজ মিয়া। সেমিনারে গবেষক ঢাকা শহরে নারীর প্রতি সংহিসতার বিভিন্ন কারণ ও এর প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

গবেষক আব্দুল আজিজ মিয়া বলেন, যৌন হয়রানি, কর্মস্থলে সহিংসতা, নারীপাচার, ইভ-টিজিং, হত্যা, ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, জোরপূর্বক গর্ভপাত বাংলাদেশে নিত্যনৈমিত্তিক ঘটনা। আর্থ-সামজিক ও শ্রেণিভিত্তিক বৈষম্যের পাশাপাশি লিঙ্গ সম্পর্কের কারণে নারীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে অধস্তন অবস্থানে রয়েছেন। এসব বিষয়ে বাংলাদেশের আইনব্যবস্থা উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করতে পারে না।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এসময় আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. নূরন নাহার, অধ্যাপক ড. আনিচুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান। এছাড়া সংশ্লিষ্ট বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের অর্ধশতাধিক শিক্ষক-কর্মকর্তা সেমিনারে উপস্থিত ছিলেন।

১৭ জানুয়ারি ২০২৩, ০৩:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।