• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: মুক্তি পেল হলিউডের সিনেমা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: মুক্তি পেল হলিউডের সিনেমা

বিনোদন ডেস্ক

হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের চাঞ্চল্যকর অর্থ চুরির ওপর হলিউডের তথ্যচিত্র অবশেষে মুক্তি পেয়েছে। ‘বিলিয়ন ডলার হেইস্ট’ নামের তথ্যচিত্রটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পেয়েছে বহুল আলোচিত তথ্যচিত্রটি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউনিভার্সাল পিকচার্স স্টুডিওর পরিবেশক প্রতিষ্ঠান হলো-ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট।

ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের ওয়েবসাইটে দেয়া তথ্যানুসারে, ১৫ আগস্ট (মঙ্গলবার) তথ্যচিত্রটি মুক্তি পেয়েছে।

ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভিসহ অন্যান্য প্ল্যাটফর্মে তথ্যচিত্রটি দেখা যাবে। ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের ওয়েবসাইটে বলা হয়েছে, তথ্যচিত্রে অভিনয় করেছেন- মিশা গ্লেনি, মিক্কো হিপ্পোনেন, কৃষ্ণা দাস, রাকেশ আস্তানা এবং রাফাল রহোজিনস্কিসহ আরও অনেকে।

২০১৬ সালের বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ চুরির আদ্যোপান্ত ‘বিলিয়ন ডলার হেইস্ট’ তথ্যচিত্রে উঠে এসেছে। তথ্যচিত্রটিতে পরিচালক গর্ডন দেখিয়েছেন কীভাবে একদল সাইবার সিকিউরিটি হ্যাকার বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়। পাশাপাশি কিবোর্ডে সামান্য লেখার ত্রুটিতে (টাইপো) কীভাবে আরও বিপুল অর্থ হাতিয়ে নেয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায় হ্যাকারদের।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার চুরি হয়। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সেই টাকা রক্ষিত ছিল। সেখান থেকে টাকা চুরি করে ফিলিপাইনে নিয়ে যাওয়া হয়।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় মামলা করেন। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন।

১৬ আগস্ট ২০২৩, ০২:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।