• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

মুক্তি পেল প্রথম গান ‘ফেরারী’ : ক্যালিপসো ব্যান্ডের বাজিমাত!

মুক্তি পেল প্রথম গান ‘ফেরারী’ : ক্যালিপসো ব্যান্ডের বাজিমাত!

বিনোদন ডেস্ক

অন্যের গান বাজিয়ে জনপ্রিয়তা ধরে রেখেছিল ব্যান্ড সংগীতের তরুণতুর্কী ‘ক্যালিপসো’। জনপ্রিয়তাও পেয়েছে ব্যান্ড দলটি। তবে এবার প্রথম কোনো মৌলিক গান নিয়ে হাজির হয়েছে ‘ক্যালিপসো’। ‘ফেরারী’ শিরোনামে ক্যালিপসোর প্রথম মৌলিক গানটি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। অনলাইনে মুক্তিও পেয়েছে ফেরারী গানটি।

‘ফেরারী’ শিরোনামের গানটি জনপ্রিয়তাও পেয়েছে দারুণ। গীতিকার আরিফের লেখা ফেরারী গানে সুর দিয়েছেন তরুণ সুরকার তাশউইন। সঙ্গীত আয়োজন করেছেন নিজাম। ফেরারী গানে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী দীপ ও সুরকার তাশভিন নিজেই। শাফিনের গিটারের ঝংকারে গানটিতে ড্রামস বাজিয়েছেন বারকি। গানটির শিরোনাম দেখে কয়েদী, পলাতক আসামীর চিত্র ফুটে উঠলেও এই গানে মূলত গানের ফেরী করে বেড়ানো বুঝানো হয়েছে।

দুর্দান্ত সুর ও প্রাঞ্জল কথামালায় সাজানো ফেরারী গান এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত ৭ অক্টোবর শুক্রবার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা এক্সপো জোনে রক এন রিদম কনসার্টে ক্যালিসপো ব্যান্ড তাদের ফেরারী গান নিয়ে হাজির হয়। এসময় উপস্থিত হাজারো দর্শক ফেরারীর সুরে মেতে ওঠেন।

১২ অক্টোবর ২০২২, ০৬:৪০এএম, ঢাকা-বাংলাদেশ।