• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দোকান থেকে ৯ ব্যারেল সয়াবিন তেল চুরি!

দোকান থেকে ৯ ব্যারেল সয়াবিন তেল চুরি!

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরে দুই দোকান থেকে ১১ ব্যারেল সয়াবিন তেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ মার্চ) দিবাগত রাত ৩টা ৪৪ মিনিটে এ ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেলার আংগারিয়া পশ্চিম বাজারের আফজাল স্টোর থেকে ৭ ব্যারেল সয়াবিন তেল এবং হালেম স্টোর থেকে ২ ব্যারেল সয়াবিন ও ২ ব্যারেল কেরোসিন তেল চুরি হয়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৪৪ মিনিটে অন্তত ৫ সদস্যের একটি দল একটি পিকাআপ ভ্যান নিয়ে প্রথম আফজাল স্টোরের সামনে আসে। পরে একজন বাইরে থেকে দোকানটি তালা মেরে দেন। এরপর পিকাআপের পেছনের ত্রিপল দিয়ে ঢাকা বাকি সদস্যরা নিচে নেমে এসে ব্যারেলগুলো পিকআপে তুলে নিয়ে যান হালেম স্টোরের সামনে। হালেম স্টোর থেকে আরও ৪ ব্যারেল তেল নিয়ে তারা চলে যান।

আফজাল স্টোরের মালিক আফজাল মোল্লা বলেন, রাতে দোকান করে বাড়ি যাই। রাস্তার পাশে ত্রিপল দিয়ে ঢেকে তেলের ব্যারেলগুলো রেখে যাই। সকালে দোকানের সামনে এসে দেখি তেলের ব্যারেলগুলো নেই। সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ দেখি। ৫ জনের একটি চোরের দল আমার দোকানের সব তেল নিয়ে গেছে।

বাজারের নৈশপ্রহরী সামসুল হক সরদার বলেন, রাতে আমি চোখে কম দেখি। এ ব্যাপারে আমি কিছুই বলতে পারব না। আমি কিছুই জানি না।

০৫ মার্চ ২০২২, ০৭:০৪পিএম, ঢাকা-বাংলাদেশ।