• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অনাবাদী হিমুর প্রথম কাব্যগ্রন্থ ‌‌‌‍‌‌"তোমার জন্য গ্যাপ রেখেছি"

অনাবাদী হিমুর প্রথম কাব্যগ্রন্থ ‌‌‌‍‌‌"তোমার জন্য গ্যাপ রেখেছি"

নিজস্ব প্রতিবেদক

অমর একুশে বইমেলায় এসেছে অনাবাদী হিমু'র প্রথম কাব্যগ্রন্থ "তোমার জন্য গ্যাপ রেখেছি"। বইটি প্রকাশ করেছে বাবুই প্রকাশনী। বইটির প্রচ্ছদ এঁকেছেন কবি নিজেই।

এ সম্পর্কে কবি অনাবাদী হিমু বলেন, যাপিত জীবনে কবিতা আমার বন্ধু। কবিতাগুলো লিখেছি ২০০৪ সাল থেকে ২০২১ সালের মধ্যে। তবে বইয়ে কবিতা গুলোর লেখার সময়ের ধারাবাহিকতা বজায় রাখা হয়নি।

তিনি আরো বলেন, মানুষ কী করে কবি হয়ে যায় বা কবিতার সাথে সম্পর্ক থাকলেই কি সে কবি? সে-ও একটা ভাবনা!

অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ বাবুই-এর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। স্টল নাম্বার - ২৬১ ঘ-ঙ (শিশু চত্ত্বর)। এছাড়া https://www.rokomari.com/book/227657/tomar-jonno-gyap-rekhechi থেকেও পাঠক ঘরে বসে বইটি পেয়ে যাবেন।

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৪পিএম, ঢাকা-বাংলাদেশ।