• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ইস্টার্ন ব্যাংকের ক্যাম্পাস রিক্রুটমেন্ট

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ইস্টার্ন ব্যাংকের ক্যাম্পাস রিক্রুটমেন্ট

নিজস্ব প্রতিবেদক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘ক্যাম্পাস রিক্রুটমেন্ট’ আয়োজন করেছে বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। রিক্রুটমেন্ট কার্যক্রমে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

বৃহস্পতিবার (৯ জুন) ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তি অনুষদ (এফবিই) ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) যৌথভাবে এ কর্মসূচি শুরু করেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহকারি জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রিক্রুটমেন্ট কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডিআইইউ-এর উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের (এফবিই) ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও প্রোগ্রাম ডিরেক্টররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইবিএলের পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির পিপল একুইজিশনের প্রধান মো. রিয়াদ হোসেন, ব্যবস্থাপক নাজরান কবির, সহযোগী ব্যবস্থাপক মো. ফরহাদুর রেজা, হিউম্যান রিসোর্স অপারেশন্সের সহযোগী ব্যবস্থাপক এ.এম.এম. আফসার রহমান, ইফরাত জাহান, মো. রকিবুল আলম এবং এ.এম.এম. আফসার রহমান।

১২ জুন ২০২২, ০৮:১২পিএম, ঢাকা-বাংলাদেশ।