• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা শুরু, নিহত ১০

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা শুরু, নিহত ১০

প্রতিকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের সুমি শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সুমির আঞ্চলিক সামরিক প্রশাসক দিমিত্র ঝিভিৎস্কি-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দিমিত্র ঝিভিৎস্কি ফেসবুক পোস্টে জানান, সোমবার রাত ১১টার দিকে সুমি ও আশপাশের এলাকায় রাশিয়া বিমান হামলা চালায়। এতে শিশুসহ ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা বেশি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ফেসবুকে শেয়ার করা ভিডিওর ক্যাপশনে ঝিভিৎস্কি লিখেছেন, ‘শিশুদের হত্যা করা হচ্ছে। এর জন্য আমরা কখনই তাদের ক্ষমা করব না।’ তবে ঝিভিৎস্কির এ বক্তব্যের সত্যতা যাচাই করেনি বিবিসি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। মঙ্গলবার হামলার ১৩তম দিনে বিমান হামলা শুরু করেছে রুশ বাহিনী। এরই মধ্যে ইউক্রেনের বড় বড় শহর দখলে নিয়েছে রাশিয়ার সেনারা।

০৮ মার্চ ২০২২, ০২:৪২পিএম, ঢাকা-বাংলাদেশ।