• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাজ্য ইইউ- ওয়ালী তাসার

বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাজ্য ইইউ- ওয়ালী তাসার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। বহুপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চলতি মাসেই ঢাকা সফর করবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত সংস্থা ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (ইবিএফসিআই) প্রেসিডেন্ট ওয়ালী তাসার উদ্দিন আমরাই বাংলাদেশকে এসব তথ্য জানান।

সম্প্রতি তিনি  জানিয়েছেন, 'যুক্তরাজ্য, ইইউ এবং বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের একটি নতুন যুগের বিকাশ' এর লক্ষ্য নিয়ে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করবে। ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রতিনিধি দলটি বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিনিধি ও সংগঠনের সঙ্গে মতবিনিময় করবে।

ওয়ালী তাসার উদ্দিন দৈনিক আমরাই বাংলাদেশকে বলেন, বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা যুক্তরাজ্য ও ইইউ এর কোম্পানিগুলির ব্যবসায়িক চ্যালেঞ্জ চিহ্নিত করা হবে। একই ভাবে এই অঞ্চলগুলির মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়ানোর জন্য সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলোচনা হবে।

ইবিএফসিআই এর প্রেসিডেন্ট ওয়ালী তাসার উদ্দিন আরও বলেন, যুক্তরাজ্য, ইউরোপ এবং বাংলাদেশের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে ইবিএফসিআই। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং জ্ঞান বিনিময় নিয়েও কাজ করবে সংগঠনটি।

তিনি আরও বলেন, ইবিএফসিআই-এর প্রতিনিধি দলে বিশজন পেশাদার ব্যক্তিত্ব রয়েছেন যারা বিভিন্ন ধরনের শিল্পের প্রতিনিধিত্ব করেন। এই প্রতিনিধি দলে রয়েছে অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, ভ্রমণ ও পর্যটন, উৎপাদন, খাদ্য ও পানীয়, প্রকল্প ব্যবস্থাপনা, গবেষণা এবং ব্যবসায়িক পরামর্শক।

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।