• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘মূর্খরা শান শওকত দেখানোর মধ্যে গৌরব খুঁজে পায়’

‘মূর্খরা শান শওকত দেখানোর মধ্যে গৌরব খুঁজে পায়’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

‘মূর্খের অশেষ দোষ’ বাংলা প্রবাদ। শিক্ষা না থাকলে মানবজীবন অন্ধকার ঘরের সমান। জ্ঞানহীন মানুষ সমাজে পিছিয়ে পড়াদের কাতারে। মূর্খরা সব ব্যাপারে নিজের মতামতকে প্রাধান্য দেয়। মানবিক গুণাবলীর অন্যতম গুণ ‘বিবেকবোধ’ বা ‘বিবেচনাবোধ’।

একজন মূর্খের মাঝে গুরুত্বপূর্ণ এই দুটি গুণ পাওয়া দুষ্কর। আর এই দুটি গুণ ছাড়া একজন মানুষের মানুষ হয়ে ওঠা কঠিন। মূর্খরা নিজেদের বোধ ও চিন্তাশক্তিতেই আবদ্ধ থাকে। তাদের চিন্তার গণ্ডি সীমিত। যে কারণে, তারা অন্যের মতামত ও অন্যের মর্যাদা সমুন্নত রাখতে আন্তরিক নয়।

অন্যদিকে জ্ঞানীদের কাছে আত্মমর্যাদা ও মানবিক মূল্যবোধই প্রধান সম্পদ। তাদের কাছে পার্থিব সম্পদের চেয়ে মানুষের মানবিক মর্যাদার গুরুত্ব বহুগুণ বেশি। জ্ঞানী মানুষ বিনয়ী হয়। তাদের আচরনেই ফুটে ওঠে জ্ঞান ও মূর্খতার পার্থক্য। কিন্তু এক্ষেত্রে মূর্খরা একেবারেই উল্টো পথের পথিক।

যেমনটি বলে গেছেন বিখ্যাত মার্শাল আর্ট শিক্ষক ও আধুনিক মার্শাল আর্টের প্রতিষ্ঠাতা ব্রুশ লি। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এই কিংবদন্তী অভিনেতা বলে গেছে, ‘মূর্খরা শান শওকত দেখানোর মধ্যে গৌরব খুঁজে পায়’।

১৬ মে ২০২২, ০৬:৪৭পিএম, ঢাকা-বাংলাদেশ।