• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ভালোবাসা ফুলের মতো, বন্ধুত্ব গাছের মতো’

‘ভালোবাসা ফুলের মতো, বন্ধুত্ব গাছের মতো’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

ভালোবাসা, বন্ধুত্ব আর ফুল। এসবই যেন একে অন্যের পরিপূরক। ভালোবাসা শব্দটি শুনলেই মনের অজান্তেই ফুলের কথা মনে পড়ে যায়। আবার বন্ধুত্বের সম্পর্কও ঠিক ফুলের মতোই সতেজ। ভালোবাসার বহিঃপ্রকাশ বা ভালোবাসা আদান-প্রদানে অনুঘটকের কাজ করে ফুল। এটি যেন প্রাকৃতিক।

তবে বন্ধুত্ব যেন আরও বড় কিছু। প্রকৃত বন্ধু বৃক্ষের মতো। বন্ধুর ওপর বন্ধুর আস্থা বটবৃক্ষের ছায়ার মতো। আবার খাঁটি বন্ধুত্বের সম্পর্ক যেন গোলাপের বাগানের মতো। প্রকৃত বন্ধুর সঙ্গে যতোই মিশবেন আপনার জীবন যেন ততই ফুলের সৌরভে ভরে উঠবে। তবে বন্ধু বাছাইয়ে থাকতে হবে সতর্ক।

বন্ধুত্ব, ভালোবাসা আর ফুলের এক দারুণ যোগসাজশ টেনেছেন প্রখ্যাত ইংলিশ সাহিত্যিক স্যামুয়েল টেইলর (এস টি) কোলরেজ। তিনি বলে গেছেন-‘ভালোবাসা হচ্ছে ফুলের মতো, আর বন্ধুত্ব গাছের মতো’।

অসংখ্য সাহিত্যকর্মের জনক এস টি কোলরেজ ভালোবাসা, বন্ধুত্ব ও প্রকৃতি নিয়ে লেখালেখি করেছেন বেশি। এ কারণেই হয়তো তিনি এই তিনটি বিষয়ে দারুণ একটি যোগসাজশ সৃষ্টি করতে পেরেছেন।

১৫ মে ২০২২, ০২:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।