• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘শিক্ষাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা দিয়ে তুমি পৃথিবী বদলে দিতে পারো’

‘শিক্ষাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা দিয়ে তুমি পৃথিবী বদলে দিতে পারো’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

শিক্ষা বা জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া জীবন যেন অন্ধকার কূপ। জ্ঞানার্জন বা শিক্ষাগ্রহণ মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। জীবনকে জানার জন্য, সফলতার জন্য প্রয়োজন শিক্ষা। প্রাতিষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক, শিক্ষার কোনো ছোটো বড় নেই।

জীবন সংগ্রামে যারা পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রকেও ছাড়িয়ে গেছেন, তারাও শিক্ষার গুরুত্ব অনুধাবন করেছেন। জীবনের সবক্ষেত্রে সফলতা পেতে শিক্ষা ছাড়া উপায় নেই।

শিক্ষার গুরুত্ব বুঝাতে গিয়ে আফ্রিকার কিংবদন্তী বিপ্লবী নেলসন ম্যান্ডেলা বলে গেছেন-‘ ‘শিক্ষাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা দিয়ে তুমি পৃথিবী বদলে দিতে পারো’। কৃষ্ণাঙ্গদের মানবিক অধিকার রক্ষা ও বর্ণবাদ বিরোধী আন্দোলনে বিশ্বব্যাপী খ্যাতি লাভ করা ম্যান্ডেলার জীবনের অধিকাংশ সময় কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্টে। কিন্তু কারাগারে থেকেও তিনি দমে যাননি।

জীবনের নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে তিনি মানুষের জন্য নিজেকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন।

১৫ মে ২০২২, ০১:২১পিএম, ঢাকা-বাংলাদেশ।