• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ড. শহিদুল আলম

ড. শহিদুল আলম

ফিচার ডেস্ক

ড. শহিদুল আলম একজন স্বনামধন্য বাংলাদেশী আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী। তিনি দৃক পিকচার লাইব্রেরির প্রতিষ্ঠাতা।

১৯৫৫: ঢাকায় শহিদুল আলমের জন্ম।

১৯৮৩: লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে পিএইচডি করেছেন।

১৯৮৩: তিনি হার্ভে হ্যারিস ট্রফি জিতেন।

১৯৮৪: বিলেতের পাঠ চুকিয়ে দেশে ফিরে আসেন।

১৯৯৩: ধানমণ্ডিতে প্রতিষ্ঠা করলেন দৃক গ্যালারি। প্রথম প্রদর্শনী ছিল ওয়ার্ল্ড প্রেস ফটোর আলোকচিত্র নিয়ে।

১৯৯৩: তথ্যচিত্রের জন্য জিতে নেন মাদার জোন্স পদক।

১৯৯৮: আলোকচিত্রের শিক্ষাপ্রতিষ্ঠান ‘পাঠশালা’ প্রতিষ্ঠা।

১৯৯৮: তিনি আন্দ্রে ফ্রাংক ফাউন্ডেশন ও হাওয়ার্ড চ্যাপনিক অ্যাওয়ার্ডস লাভ করেন।

২০০০: তার হাত ধরে ঢাকায় আয়োজন করা হয় এশিয়ার প্রথম আলোকচিত্র প্রদর্শনী “ছবিমেলা”। প্রথম ছবিমেলা’র বিষয় ছিল ‘১৯৭১, দ্য ওয়ার উই ফরগেট’।

২০১৪: তিনি শিল্পকলা পদক পান।

২০১৮, ৫ আগস্ট: গোয়েন্দা সংস্থা (ডিবি) তাকে ধানমন্ডির বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে দেশ বিরোধী অপপ্রচার ও সামাজিক মাধ্যমে সরকার বিরোধী উস্কানি প্রদানের অভিযোগে বিতর্কিত তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়।

২০১৮: কারাগারে থাকা অবস্থাতেই আলোকচিত্রে অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্রের লুসি ফাউন্ডেশন শহীদুলকে ‘হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড-২০১৮’ নির্বাচিত করে। এ পুরষ্কারকে আলোকচিত্রের অস্কার বলা হয়।

২০১৮, ২০ নভেম্বর: রাত ৮.৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শহিদুল আলম জামিনে মুক্তি পেয়েছেন।

 

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া, মানবজমিন

 

এবি/এসজে

০১ আগস্ট ২০২১, ০২:৫৬পিএম, ঢাকা-বাংলাদেশ।