• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চু

ফিচার ডেস্ক

আইয়ুব বাচ্চু একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক-গীতিকার এবং গীটারবাদক ছিলেন। তিনি রক ব্যান্ড এল আর বি এর গায়ক ও গীটারবাদক হিসেবে বাংলাদেশ তো বটেই, ভারতীয় উপমহাদেশে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তাকে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতের ধারায় অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং গীটারবাদক বলা হয়।

১৯৬২, ১৬ আগস্ট: চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ছোটবেলা থেকেই ছিল সংগীতের প্রতি ব্যাপক আগ্রহ৷

১৯৭৬: চট্টগ্রামে কলেজ জীবনে "আগলি বয়েজ" নামক ব্যান্ড গঠনের মাধ্যমে সঙ্গীত জীবনের সূচনা করেছিলেন বাচ্চু।

১৯৭৮ : ফিলিংস ব্যান্ডের মাধ্যমে সঙ্গীত জগতের সাথে আনুষ্ঠানিক যাত্রা শুরু আইয়ুব বাচ্চুর। সাথে তিন বছর তিনি চট্টগ্রামের বিভিন্ন হোটেলে ইংরেজি গান করেছেন।

১৯৮০: জনপ্রিয় রক ব্যান্ড সোলস-এর প্রধান গীটারবাদক হিসেবে যোগদান করেন। এই দলের সাথে তিনি ১০ বছর যুক্ত ছিলেন।

১৯৮৬:আইয়ুব বাচ্চুর প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’ প্রকাশ হয় ৷

১৯৯১, ৩১ জানুয়ারি: বান্ধবী ফেরদৌস চন্দনা'কে বিয়ে করেন বাচ্চু।

১৯৯১, ৫ এপ্রিল: তিনি নিজের ব্যান্ড লিটল রিভার ব্যান্ড গঠন করে। যা পরবর্তীকালে লাভ রান্স ব্লাইন্ড নামে বা সংক্ষেপে এল আর বি নামে জনপ্রিয়তা লাভ করে। ১৯৯২ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এই অ্যালবামের ‘শেষ চিঠি কেন এমন চিঠি’, ‘ঘুম ভাঙ্গা শহরে’, ‘হকার’ গানগুলো জনপ্রিয়তা লাভ করে৷

২০০৪: বাচসাস পুরস্কার জিতেছিলেন সেরা পুরুষ ভোকাল বিভাগে।

২০১৭: টেলে সিনে আজীবন সম্মাননা পুরস্কার জিতেছিলেন বাচ্চু।

২০১৮, ১৮ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় তার নিজ বাসভবনে মারা যান।

 

তথ্যসুত্র: উইকিপিডিয়া, ডেয়েচে ভেল

 

এবি/এসজে

 

 

২৫ জুলাই ২০২১, ১২:১০পিএম, ঢাকা-বাংলাদেশ।