• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আব্দুল রাজ্জাক

সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আব্দুল রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর (২০২১) সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার আব্দুল রাজাক গুরনাহ। প্যারাডাইস নামে নিজের চতুর্থ উপন্যাসের জন্য আব্দুল রাজ্জাক গুরনাহ বিশ্বের শীর্ষ কৃতিত্বপূর্ণ এই পুরস্কার পেয়েছেন।

বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমি সাহিত্য ক্যাটাগরিতে নোবেল বিজেতা হিসেবে তাঁর নাম ঘোষণা করে।

তানজানিয়ার খ্যাতিমান ঐপন্যাসিক আব্দুলরাজাক গুরনাহর আপোষহীন ও সহানুভূতিপূর্ণ লেখায় ঔপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থী জীবনের নানা কষ্ট ও ব্যঞ্জনার গল্প ফুটে উঠেছে। আব্দুল রাজাক গুরনাহ ১৯৪৮ সালে ভারত মহাসাগরীয় অঞ্চলের জাঞ্জিবার দ্বীপে জন্মগ্রহণ করেন। ১৯৬০ এর দশকের শেষের দিকে তিনি শরণার্থী হিসেবে ইংল্যান্ডে পাড়ি জমান। এখন পর্যন্ত তানজানিয়ার এই সাহিত্যিক ১০টি উপন্যাস এবং কয়েকটি ছোট গল্প লিখেছেন। তার লেখনিতে ফুটে উঠেছে শরণার্থীদের জীবনের নানা ঘাত-প্রতিঘাতের নির্মম চিত্র।

প্রসঙ্গত, সাহিত্যে এখন পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন ১১৮ জন। যাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ১৬ জন। গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের কবি লুইস গ্লুক।

 

এবি/এসএন

০৭ অক্টোবর ২০২১, ০৬:১৮পিএম, ঢাকা-বাংলাদেশ।