• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উস্তাদ নুসরাত ফতেহ আলি খান

উস্তাদ নুসরাত ফতেহ আলি খান

ফিচার ডেস্ক

উস্তাদ নুসরাত ফতেহ আলি খান পাকিস্তানের কিংবদন্তিতুল্য সঙ্গীত শিল্পী। তিনি একটানা কয়েক ঘণ্টাযাবত একই তালে কাওয়ালি পরিবশেন করতে পারেন। প্রায় ৬০০ বছরের পারিবারিক কাওয়ালি ঐতিহ্যের মধ্য দিয়ে বেড়ে উঠে, তিনি কাওয়ালি সঙ্গীতকে বিশ্বসঙ্গীতে পরিণত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি কাওয়ালির সাথে পাশ্চাত্য সংগীতের মিশ্রণ ঘটান। তাকে কাওয়ালী সম্রাটদের রাজা ও বলা হত।

১৯৪৮: ফয়সালাবাদের এক পাঞ্জাবী পরিবারে জন্মগ্রহণ করেন নুসরাত।

১৯৮০: সঙ্গীতজগতে আবির্ভাব ঘটে নুসরাত ফতেহ আলি খানের।

১৯৮৫: পিটার গাব্রিয়েলের সঙ্গে মিলে ‘দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট’ ছবিতে কাজ করেন।

১৯৮৬: পাকিস্তান সরকার কর্তৃক প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কার প্রদান করেন সংঙ্গীত এ উলেখ্যযোগ্য অবদান এর জন্য।

১৯৯০: কানাডীয় সঙ্গীতজ্ঞ মাইকেল ব্রুকের সঙ্গে ‘মাস্ত মাস্ত’।

১৯৯৫:‘ডেড ম্যান ওয়াকিং’র সাউন্ডট্র্যাকে পার্ল জ্যামের প্রধান গায়ক এডি ভেডারের সঙ্গে কাজ করেন।

১৯৯৫: তিনি ইউনেস্কো মিউজিক প্রাইজ পান।

১৯৯৬: মন্ট্রিয়েল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে গ্রান্ড পিক্স ডেস আমেরিকাস পুরস্কার জিতেন।

১৯৯৬: ‘নাইট সং’ এ্যালবামে কাজ করেন।

১৯৯৭, ১৬ আগস্ট: তিনি মৃত্যুবরণ করেন।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া, https://m.newsg24.com/

এবি/এসজে

৩০ আগস্ট ২০২১, ০৫:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।