• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্দিরা গান্ধী

ইন্দিরা গান্ধী

ফিচার ডেস্ক

ইন্দিরা গান্ধী দেশের অন্যতম সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯৬৬-১৯৭৭ সাল পর্যন্ত তিনি টানা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ১৯৮০ সালে তিনি ফের প্রধানমন্ত্রীর আসনে বসেন, ১৯৮৪ সালে মৃত্যুর আগে পর্যন্ত এই দায়িত্ব সামলে গিয়েছেন। তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা। তিনি ভারতের প্রথম ও আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী।

১৯১৭, ১৯ নভেম্বর: প্রভাবশালী নেহেরু পরিবারে জন্মগ্রহণ করেন শ্রীমতী ইন্দিরা গান্ধী।

১৯৩৮: আনুষ্ঠানিকভাবে ইন্দিরা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন৷

১৯৪১: ইন্দিরা গান্ধী পিতার সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন।

১৯৪২: তিনি বিয়ে করেন সাংবাদিক ফিরোজ গান্ধীকে। বিয়ের কিছুদিন পরই তারা কারাবন্দী হন৷

১৯৪৭: মহাত্মা গান্ধীর নির্দেশে তিনি দিল্লির দাঙ্গা বিধ্বস্ত এলাকাগুলিতে কাজ করেছিলেন।

১৯৫০: অপেশাগত ভাবে জওহরলাল নেহেরুর অফিস সহকারীর কাজ করে আসছিলেন।

১৯৫৩: তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মাদার্স অ্যাওয়ার্ড-এ সম্মানিত হন। পরবর্তীকালে কূটনীতিতে বিচক্ষণতার জন্য ইতালির আইবেলা ডি এস্ট পুরস্কারে তিনি সম্মানিত হন।

১৯৫৫: কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে তিনি দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটিতে অন্তর্ভুক্ত হন।

১৯৫৬: তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে নিযুক্ত হন। নিখিল ভারত কংগ্রেস কমিটির মহিলা শাখার দায়িত্বেও ছিলেন তিনি।

১৯৫৮: তিনি কংগ্রেসের কেন্দ্রীয় সংসদীয় পর্ষদের সদস্য নির্বাচিত হন |

১৯৫৯: ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হন।

১৯৬০ - ১৯৬৪: ইউনেস্কো-র ভারতীয় প্রতিনিধিদলেও তিনি অন্তর্ভুক্ত ছিলেন।

১৯৬৪: জওহরলাল নেহেরুর মৃত্যুর পর ভারতের রাষ্ট্রপতি তাকে রাজ্যসভার সদস্য হিসেবে নিয়োগ দেন। তখন ইন্দিরা লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রীসভায় তথ্য ও প্রচার মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন।

১৯৬৬ - ১৯৭৭: প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বচিত হন৷

১৯৭১: তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধে ভারত তার বলিষ্ঠ নেতৃত্বে জয়লাভ করে৷

১৯৭১: মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যালাপ পোল সার্ভের বিচারে বিশ্বের সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি হিসেবে তাঁকে সম্মান জানানো হয়।

১৯৭২: তাঁকে ভারতরত্ন ঘোষণা করা হয়।

১৯৭২: বাংলাদেশের মুক্তি যুদ্ধে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিতে মেক্সিকান অ্যাকাডেমি পুরস্কার লাভ করেন।

১৯৭৫: তিনি দেশে শান্তি এবং শৃংখলা ফিরিয়ে আনতে বিশেষ জরুরি আইন জারী করেন। এ জন্য সমালোচিত হন ইন্দিরা গান্ধী৷

১৯৮০: উত্তর প্রদেশের রায়বেরিলি এবং অন্ধ্রপ্রদেশের মেডাক থেকে তিনি লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন।

১৯৮৪, ৩১ অক্টোবর: আততায়ীর গুলিতে নিহত হন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

 

তথ্যসূত্র : উইকিপিডিয়া, https://www.pmindia.gov.in/bn/


এবি/এসজে

২৯ আগস্ট ২০২১, ০৫:৫২পিএম, ঢাকা-বাংলাদেশ।