• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টমাস আলভা এডিসন

টমাস আলভা এডিসন

ফিচার ডেস্ক

টমাস আলভা এডিসনের মোট ১০৯৩টি আবিষ্কারের পেটেন্ট ছিলো। এগুলোর মধ্যে , বৈদ্যুতিক বাল্ব, আধুনিক ব্যাটারি, কিনটোগ্রাফ ক্যামেরা, সাউন্ড রেকর্ডিং – ইত্যাদি ছিলো তাঁর সেরা ও সবচেয়ে বিখ্যাত আবিষ্কার। এসবের বাইরেও তিনি ছোট-বড় অনেক কিছু আবিষ্কার করেছেন। ১০৯৩টি সফল আবিষ্কারের পাশাপাশি ৫০০ থেকে ৬০০টি অসফল আবিষ্কারও তিনি করেছেন। আরও কিছুদিন বেঁচে থাকলে হয়তো তিনি সেগুলোও সফল করতেন।

১৮৪৭: টমাস এডিসন মিলান ওহাইওতে জন্মগ্রহণ করেন।

১৮৫৪: মিশিগানের পোর্ট হার্টনে একটি স্কুলে টমাসকে স্কুলে ভর্তি করানো হয়। তবে তার স্কুল জীবন ছিল মাত্র ১২ সপ্তাহ বা তিন মাসের মত।

১৮৬৬, ১৯ বছর: বয়সে বার্তা সংস্থা “এপি” বা এ্যাসোসিয়েটেড প্রেস এ টেলিগ্রাফ অপারেটর হিসেবে চাকরি নেন।

১৮৬৮: টমাস বোস্টনে চলে যান এবং সেখানে গিয়ে বিখ্যাত “ওয়েস্টার্ণ ইউনিয়ন কোম্পানী”-তে কাজ নেন।

১৮৬৯: ২২ বছর বয়সী টমাস আলভা এডিসন নিউ ইয়র্ক শহরে পাড়ি জমান এবং তাঁর প্রথম সফল আবিষ্কারটি করেন। এটি ছিলো একটি স্টক টিকার প্রিন্টার, তিনি যার নাম দিয়েছিলেন “ইউনিভার্সাল স্টক প্রিন্টার”।

১৮৭০: আমেরিকার নিউ জার্সিতে তিনি প্রথম তাঁর নিজের ল্যাব স্থাপন করেন।

১৮৭১, ২৫ ডিসেম্বর: টমাস আলভা এডিসন ১৬ বছর বয়সি মেরি স্টিলওয়েলকে বিয়ে করেন।

১৮৭৫: ২৮ বছর বয়সে তিনি দ্য কপার ইউনিয়ন অব দ্য অ্যাডভান্সমেন্ট অব সাইন্স এন্ড আর্টে চার বছরের রসায়ন কোর্সে ভর্তি হন।

১৮৭৬: টমাস তাঁর কার্যক্রম নিউজার্সির মেনলো পার্ক নামক জায়গায় স্থানান্তর করেন। সেখানে তিনি উন্নত ল্যাবরেটরি ও মেশিন ওয়ার্কশপ সহ একটি ইনডাস্ট্রিয়াল রিসার্চ ফ্যাসিলিটি তৈরী করেন।

১৮৭৯: তিনি আধুনিক লাইট বাল্বের সফল ডিজাইনটি করতে সক্ষম হন।

১৮৮০: জানুয়ারিতে তিনি তাঁর ইলেকট্রিক কোম্পানী গড়ার কাজ শুরু করেন।

১৮৮১: টমাসের কোম্পানী বেশ কয়েকটি শহরে পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা শুরু করেন।

১৮৮২: তাঁর কোম্পানী ম্যানহাটনের ৫৯টি বাড়িতে তাদের বিদ্যুৎ ও আলোর সেবা দেয়া শুরু করে।

১৮৮৭: আমেরিকার নিউ জার্সির ওয়েস্ট-অরেঞ্জ নামক জায়গায় টমাস বিশাল একটি ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাব প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি লাইট ও বিদ্যুৎ এর প্রযুক্তিকে আরও এগিয়ে নেয়ার পাশাপাশি, ফোনোগ্রাফ এবং মোশন পিকচার ক্যামেরার কার্যকর মডেল তৈরী করেন। এছাড়া আধুনিক ব্যাটারীও তৈরী করেন, যা অনেক বেশি সহজে অনেক বেশি বিদ্যুৎ ধরে রাখতে পারতো।

১৮৯৬, ২৩ এপ্রিল: নিউ ইয়র্ক শহরের ‘কোস্টার এ্যান্ড বিয়াল’স মিউজিক হল’ এ, ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে এডিসন চলচ্চিত্র প্রদর্শন করেন।

১৯০১-২০০০: এডিসন ইলেকট্রিক কার নিয়ে গবেষণা শুরু করলেন।

১৯৩১, ১৮ই অক্টোবর: ওয়েস্ট অরেঞ্জ এর নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ৮৪ বছর বয়সী মহান বৈজ্ঞানিক।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, https://loraku.com/%E0%A6%9F%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%86%E0%A6%B2%E0%A6%AD%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%B0-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%8F/

এবি/এসজে

২৪ আগস্ট ২০২১, ০৭:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।