• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাজা সলিমুল্লাহ

খাজা সলিমুল্লাহ

ফিচার ডেস্ক

খাজা সলিমুল্লাহ বা নবাব সলিমুল্লাহ ঢাকার চতুর্থ নবাব ছিলেন। তিনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি বিশেষ ভূমিকা পালন করেন। যদিও তিনি জীবদ্দশায় এই বিশ্ববিদ্যালয় দেখে যেতে পারেননি।

১৮৭১, ৭ জুন: জন্মগ্রহণ করেন নবাব স্যার সলিমুল্লাহ।

১৮৯৩: তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি নেন।

১৯০১: পিতার মৃত্যুর পর নওয়াব এস্টেটের কর্তৃত্ব লাভ করেন।

১৯০২: ব্রিটিশ সরকার তাঁকে সিএসআই উপাধি প্রদান করে।

১৯০৩: বড় লাট লর্ড কার্জন ঢাকায় সফরে এলে নওয়াব সলিমুল্লাহ পূর্ব বাংলার সমস্যাগুলো তুলে ধরেন।

১৯০৫: তাঁর দাবি অনুযায়ী ইংরেজ সরকার‘পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ’ সৃষ্টি করে ঢাকাকে এর রাজধানী ঘোষণা করেছিল।

১৯০৬, ৩০ ডিসেম্বর: সলিমুল্লাহর প্রস্তাবে গঠিত হয় ‘নিখিল ভারত মুসলিম লীগ’।

১৯১১: ব্রিটিশ সরকার তাঁকে জিসিএসআই উপাধি প্রদান করে।

১৯১২, ৩ মার্চ: কলকাতায় অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের পঞ্চম অধিবেশনে সভাপতির ভাষণে নবাব সলিমুল্লাহ তার রাজনৈতিক প্রতিপক্ষ গোখলের বিলকে সমর্থন করে বক্তব্য রাখেন।

১৯১২ ফেব্রুয়ারি: গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ ঢাকা সফরে আসলে সলিমুল্লাহসহ সহযোগী নেতারা তার সঙ্গে দেখা করেন। তিনি আশ্বাস দেন, প্রদেশ বাতিলের ক্ষতিপূরণস্বরূপ ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

১৯১৫, ১৬ জানুয়ারি: নওয়াব স্যার সলিমুল্লাহ ইন্তেকাল করেন।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া, প্রথম আলো

এবি/এসজে

 

২৩ আগস্ট ২০২১, ০৮:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।