• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজম খান

আজম খান

ফিচার ডেস্ক

আজম খান কেবল একজন শিল্পী বা পপসম্রাট নন, বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে, বাংলা গানের সামাজিক–রাজনৈতিক প্রেক্ষাপটে আজম খান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর গাওয়া গান প্রশিক্ষণ শিবিরে মুক্তিযোদ্ধাদের প্রেরণা যোগাতো। তার উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে আছে দিদি মা, বাংলাদেশ, কেউ নাই আমার, অনামিকা, কিছু চাওয়া, নীল নয়নতা ইত্যাদি।

১৯৫০: আজম খান ঢাকার আজিমপুরে জন্ম গ্রহণ করেন।

১৯৫৫: তিনি প্রথমে আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি হন।

১৯৬৫: সিদ্ধেশ্বরী হাইস্কুলে বাণিজ্য বিভাগে ভর্তি হন।

১৯৬৮: এই স্কুল থেকে এসএসসি পাস করেন।

১৯৭০: টি অ্যান্ড টি কলেজ থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। মুক্তিযুদ্ধের পর পড়ালেখায় আর অগ্রসর হতে পারেননি।

১৯৬৮: তাঁর বয়স যখন ১৮, যোগ দেন গণসংগীত শিল্পীগোষ্ঠী ‘ক্রান্তি’র সঙ্গে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণের বিরুদ্ধে গণসঙ্গীত প্রচার করেন।

১৯৬৯: গণ–অভ্যুত্থানে ছিলেন সামনের সারিতে।

১৯৭১: আজম খানের বাবা আফতাব উদ্দিন খানের অনুপ্রেরণায় যুদ্ধে যাবার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি।

১৯৭১: ডিসেম্বর মাসে আজম খান তাঁর সহযোদ্ধাদের নিয়ে ঢাকায় প্রবেশ করেন। ঢাকায় প্রবেশের প্রাক্কালে মাদারটেকের কাছে ত্রিমোহনীতে এক সম্মুখযুদ্ধে পরাজিত করেন পাকিস্তান বাহিনীকে।

১৯৭২: তিনি তাঁর বন্ধুদের নিয়ে ‘উচ্চারণ’ ব্যান্ড গঠন করেন।

১৯৭২: বিটিভিতে প্রচারিত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে ও চার কালেমা সাক্ষী দেবে গান দু'টি আজম খানকে ব্যাপক প্রশংসা আর তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

১৯৭৪-১৯৭৫: তিনি বাংলাদেশ টেলিভিশনে বাংলাদেশ (রেললাইনের ঐ বস্তিতে) শিরোনামের গান গেয়ে হৈ-চৈ ফেলে দেন।

১৯৮১, ১৪ই জানুয়ারি: ঢাকার মাদারটেকে তিনি সাহেদা বেগমকে বিয়ে করেন।

১৯৮২: ‘এক যুগ’ নামে তাঁর প্রথম অডিও এলবাম ক্যাসেট প্রকাশিত হয়।

১৯৯৯, ৩ মে: তাঁর প্রথম সিডি বের হয় ডিস্কো রেকর্ডিংয়ের প্রযোজনায়।

২০১১, ৫ই জুন: রবিবার সকাল ১০টা বেজে ২০ মিনিটে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০১১, ১১আগস্ট: মৃত্যুর পর ইম্প্রেস অডিও ভিশনের ব্যানারে 'গুরু তোমায় সালাম' নামে তার সর্বশেষ এলবাম প্রকাশিত হয়।

 

তথ্যসূ্ত্র: উইকিপিডিয়া, প্রথম আলো

এবি/এসজে

২২ আগস্ট ২০২১, ০২:২১এএম, ঢাকা-বাংলাদেশ।