• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাজী মুহম্মদ মুহসীন

হাজী মুহম্মদ মুহসীন

ফিচার ডেস্ক

হাজী মুহম্মদ মুহসীন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি মুসলমান জনহিতৈষী। দানশীলতার জন্য তিনি দানবীর খেতাব পেয়েছিলেন। বাংলার শ্রেষ্ঠ দানবীর হাজি মুহাম্মদ মহসিনের অবদান অনস্বীকার্য। তিনি শুধু দানবীরই ছিলেন না, তিনি ছিলেন মানুষের প্রতি মায়া-মমতার মূর্তপ্রতীক।

১৭৩২, ৩ জানুয়ারি: হাজি মুহাম্মদ মহসিন খ্রিস্টিয় পশ্চিম বঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন।

১৭৬৯-১৭৭০: সরকারি দলিল অনুযায়ী তৎকালীন দুর্ভিক্ষের সময় তিনি অনেক লঙ্গরখানা স্থাপন করেন এবং সরকারি তহবিলে অর্থ সহায়তা প্রদান করেন।

১৮০৬ সালে: তিনি মহসিন ফান্ড নামক তহবিল প্রতিষ্ঠা করে তাতে দুইজন মোতাওয়াল্লি নিয়োগ করেন। ব্যয়নির্বাহের জন্য সম্পত্তিকে নয়ভাগে ভাগ করা হয়। এর মধ্যে তিনটি ভাগ ধর্মীয় কর্মকাণ্ড, চারটি ভাগ পেনশন, বৃত্তি ও দাতব্য কর্মকাণ্ড এবং দুইটি ভাগ মোতাওয়াল্লিদের পারিশ্রমিকের জন্য বরাদ্দ করা হয়।

১৮০৬: নিজের সমস্ত সম্পত্তিই দান করে দেন তিনি।

১৮১২, ২৯ নভেম্বর: হাজী মুহম্মদ মহসীন ৮২ বছর বয়সে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া, https://parstoday.com/bn/radio/islam-i85779

এবি/এসজে

১৭ আগস্ট ২০২১, ০৫:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।