• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আলেকজান্ডার

আলেকজান্ডার

ফিচার ডেস্ক

ম্যাসিডোনিয়ার তৃতীয় আলেকজান্ডার যিনি মহান আলেকজান্ডার নামে জগদ্বিখ্যাত, ছিলেন ম্যাসিডন নামক প্রাচীন গ্রিক রাজ্য শাসনকারী আর্গিয়াদ রাজবংশের একজন রাজা। তার শাসনকালের অধিকাংশ সময় তিনি উত্তর-পূর্ব আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে সামরিক অভিযান পরিচালনা করেন এবং ত্রিশ বছর বয়সের মধ্যে তিনি মিশর থেকে উত্তর পশ্চিম ভারত পর্য্যন্ত প্রাচীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে অন্যতম একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

৩৫৬ খ্রিষ্টপূর্বাব্দ: আলেকজান্ডার দ্যা গ্রেটের জন্ম হয়েছিল প্রাচীন গ্রিসের মেসিডোনিয়াতে।

৩৩৬ খ্রিষ্টপূর্বাব্দ: তিনি মেসিডোনিয়ার সিংহাসনে বসলেন। মূলত আলেকজান্ডারের ঘটনা বহুল জীবনের বাঁক শুরু হল এখান থেকেই।

৩৩৪ খ্রিস্টপূর্বাব্দ: তিনি পারস্য সাম্রাজ্য আক্রমণ করেন, আনাতোলিয়া শাসন করেন এবং পরবর্তী দশ বছরব্যাপী পরপর সামরিক অভিযান পরিচালনা করেন। এর ফলে ইসাস ও গগ্যামিলা প্রভৃতি স্থানে অনুষ্ঠিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধের ফলশ্রুতি হিসেবে পারস্যের শক্তি বিনষ্ট হলে তার সাম্রাজ্য আড্রিয়াটিক সমুদ্র থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত হয়।

৩৩১ খ্রিস্টপূর্বাব্দ: বিখ্যাত গগোমেলার যুদ্ধে পারস্যের রাজা তৃতীয় দারিয়ুস চূড়ান্তভাবে পরাজিত হন আলেকজান্ডারের কাছে। পরাজিত দারিয়ুস সাম্রাজ্য ছেড়ে পালিয়ে যান পরে তার সেনাপতিরাই তাকে হত্যা করে।

৩২৭ খ্রিস্টপূর্বাব্দ: পারস্য বিজয়ে পর খ্রিস্টপূর্ব হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতবর্ষ আক্রমণ করেন আলেকজান্ডার।

৩২৩ খ্রিস্টপূর্বাব্দ: ১০ বা ১১ জুন পরলোকগমন করেন দিগ্বিজয়ী এই মহাবীর।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া, https://roar.media/bangla/main/history/alexander-the-great

এবি/এসজে

১৭ আগস্ট ২০২১, ০৪:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।