• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘বাবা-মেয়ের মোহনীয় ক্ষণ’

‘বাবা-মেয়ের মোহনীয় ক্ষণ’

ছবি- মো. মন্তাজ খান ও সুমাইয়া আক্তার।

তাহজিব হাসান

আমন ধানে ভরে গেছে কৃষকের উঠান। নতুন ধানের ভাতে খুশি ফিরেছে কিষাণ-কিষাণির পরিবারে। আবহমান বাংলার কৃষি নির্ভর সংস্কৃতি-প্রথা ও ঐতিহ্য ফিরে পেয়েছে নতুন রূপ। নতুন ধানের চালের গুড়ো দিয়ে তৈরি পিঠা-পায়েস এখন বাংলার ঘরে ঘরে।

বছরের এই সময়টাতে সারাদেশের চিত্রই যেন এক। আমন ধান কাটায় দিগন্ত জোড়া মাঠ এখন ধু-ধু করছে। বাড়ির পাশে ধানের মাঠে এখনো খুটিনাটি কৃষি কাজে ব্যস্ত কৃষকেরা। মাঠেই চলছে আসন্ন মৌসুমের জন্য ধান চারা প্রস্তুতের কাজ। তাই কৃষকের যেন বিশ্রামের ফুরসত নেই।

মাটির টানে কাজের মায়ায় সময় বাচাতে কৃষকেরা মাঠে বসে খাবার খাচ্ছেন; এমন চিত্র প্রায়ই দেখা যায়। ছোট্ট সন্তানের মাথায় বাবার জন্য খাবারের পুটলি, হাতে পানির পাত্র; আহ, কি মনোমুগ্ধকর সে দৃশ্য।

ঠিক এমনই এক দৃশ্য ধরা পড়েছে ‘আমরাই বাংলাদেশ’-এর ক্যামেরায়। জমিতে কাজ শেষে মাটিতে বসেই নিজের জমিতে ফলানো ধানের ভাত খাচ্ছেন কৃষক মো. মন্তাজ খান। পাশেই পানির পাত্র নিয়ে বসে আছে তারই ছোট্ট মেয়ে সুমাইয়া আক্তার। বাড়িতে মায়ের সঙ্গে খাবার খেয়ে বাবার জন্য মাঠে খাবার বয়ে আনা সুমাইয়ার মুখে এক সাগর তৃপ্তির হাসি।

নিজের হাতে লাগানো ধানের ভাত মুখে তোলার ফাঁকে ফাঁকে মেয়ে সুমাইয়ার সঙ্গে টুকিটাকি কথা বলছেন কৃষক মন্তাজ খান। কখনো কখনো মেয়ের মুখে তুলে দিচ্ছেন এক মুঠো খাবার। এ যেন এক পরম নির্ভরতা, এ যেন এক পরম শান্তির ক্ষণ।

বাবার-মেয়ের এমন মধুর চিত্র সম্প্রতি ধারণ করা হয়েছে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়ন থেকে। কৃষক মন্তাজ খান বালিয়া ইউনিয়নের সলঙ্গা গ্রামের বাসিন্দা। তাঁর মেয়ে সুমাইয়া একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

 

এবি/এসএন

০৮ জানুয়ারি ২০২২, ০৫:৫৪পিএম, ঢাকা-বাংলাদেশ।